ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক , জানালেন ঢাবি অধ্যাপক


নিউজ ডেস্ক
৪:৫০ - মঙ্গলবার, ফেব্রুয়ারী ৪, ২০২৫
তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক , জানালেন ঢাবি অধ্যাপক

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজের অনশনরত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে এসে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে তিতুমীর কলেজকেকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাঈনুল আহসান খান।

রবিবার (২ ফ্রেব্রুয়ারী ) সাংবাদিকদের দেওয়া‌ এক বক্তব্যে তিনি এ বিবৃতি দেন। তিনি বলেন, এদেশে দাবি না করলে কোনো কিছুই হয় না।

তিনি জানান, শিক্ষা উপদেষ্টা সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয় করতে পারে , সরকার পাড়া-গাঁয়ে বিশ্ববিদ্যালয় করে রেখেছে এটা কি অযৌক্তিক না!

সাবেক এই অধ্যাপক মনে করেন, রাজধানীর এত এত শিক্ষার্থীর কথা চিন্তা করে প্রয়োজন অনুযায়ী আরো বিশ্ববিদ্যালয় করা দোষের কিছু না ।

সাবেক এই ঢাবি অধ্যাপক মনে করেন, শিক্ষা উপদেষ্টা অবিবেচকের মতো কথা বলেছেন, অন্যায় করেছেন। এখানে ছাত্রদের ইজ্জত নষ্ট করা হয়েছে এবং আন্দোলনের যে চেতনা সেই চেতনা বিরোধী কথা বলছেন। 

এসময় তিনি আরো বলেন, এদেশে ১০০টির অধিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যার মধ্যে অর্ধেকের বেশি অচল অবস্থায় পরে আছে - সেগুলো বন্ধ করে দেওয়া হোক। 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে স্কলারশিপ পাওয়ার মতো অবস্থানে আসছে বলে মনে করেন সাবেক অধ্যাপক মাঈনুল খান।

তিনি সর্বশেষ জানান, তিতুমীর কলেজের আন্দোলন দীর্ঘদিনের। সরকারের উচিত এই বিষয়টি দ্রুত সমাধান করা। শিক্ষার্থী ও জনগনের মূ্খোমুখি দাঁড় করিয়ে কোনো সমাধান আসবেনা ।