ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

আবারো বিক্ষোভ কর্মসূচি পালন করল তিতুমীরের শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক
১৪:২২ - শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
আবারো বিক্ষোভ কর্মসূচি পালন করল তিতুমীরের শিক্ষার্থীরা

ছাদিয়া ইসলাম রীমী:: রাজধানী সরকারি তিতুৃমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় রূপে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় কলেজটির মূল ফটক থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। এরপর মহাখালি আমতলী থেকে গুলশানে-১ এর সড়ক অবস্থান নেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, দাবি না মানার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিটি যোক্তিক। এটি দীর্ঘ ২৮ বছরের একটি আন্দোলন।