ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

অনশনে একাত্মতা প্রকাশে মধ্যরাতে ছাত্রীনিবাসের নারী শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক
১৮:১৮ - শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫
অনশনে একাত্মতা প্রকাশে মধ্যরাতে ছাত্রীনিবাসের নারী শিক্ষার্থীরা

ওমর ফারুক: অনশনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশে মধ্যরাতে ছাত্রীনিবাস থেকে বেরিয়ে এলেন তিতুমীর কলেজের কয়েকশো নারী শিক্ষার্থী। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনা ঘটে।


তিতুমীর কলেজের দুটি আবাসিক নারী হলের কয়েকশো শিক্ষার্থী হল থেকে বেরিয়ে এসে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অনশনরত শিক্ষার্থীদের মাঝে জড়ো হন। তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আমরণ অনশন শুরু করেন তিতুমীর কলেজের ৫ শিক্ষার্থী।


পরবর্তীতে আরও অসংখ্য শিক্ষার্থী সেই অনশনে অংশগ্রহণ করলে এটি গণঅনশনে রূপ নেয়।


এদিকে, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল।


যুগ্মসচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা কথা বলেন।


তবে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করতে রাজি হননি। তারা তিতুমীর কলেজকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' করার দ্রুত ঘোষণা দেওয়ার দাবি করেন।


শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। গণঅনশন, রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।


তারই ধারাবাহিকতায় আজ তিতুমীর কলেজের সামনে রাস্তা অবরোধ করে জুমার নামাজ আদায়সহ আশপাশের এলাকায় সকাল-বিকাল বেশ কিছু বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।


এদিকে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


- ওমর ফারুক

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ

সরকারি তিতুমীর কলেজ, ঢাকা