অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩০ ডিসেম্বর-১৯ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন। সমাজের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও এই উৎসবে শামিল হয়েছে। বাফুফে তারুণ্যের উৎসবকে ধারণ করে আয়োজন করছে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ।
দেশের ৬৪ জেলা ফুটবল দলের পাশাপাশি বিকেএসপিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ঢাকা বিভাগের মধ্যে অংশ নেবে বিকেএসপি। আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, বরগুনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ জেলায়। আঞ্চলিক পর্বের ১১ চ্যাম্পিয়ন ও স্বাগতিক নোয়াখালী জেলা নিয়ে নোয়াখালীতে চূড়ান্ত পর্ব হবে।
বাফুফের নির্বাহী সদস্য ও অ-১৫ লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম বলেন, ‘প্রতি জেলার দল কমপক্ষে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই টুর্নামেন্ট থেকে আমরা মেধাবী খেলোয়াড় সংগ্রহের চেষ্টা করব বয়সভিত্তিক সাফের জন্য। পাশাপাশি বাফুফের এলিট একাডেমিতেও খেলোয়াড় সরবরাহের ক্ষেত্র হতে পারে।’
বয়সভিত্তিক প্রতিযোগিতা মানেই বয়স কারচুপির অভিযোগ। এই ব্যাপারে বাফুফের কমিটি বেশ সতর্ক অবস্থানেই আছে বলে জানান কমিটির চেয়ারম্যান, ‘আমরা জন্মসনদের মাধ্যমে বয়স নির্ধারণ করেছি। অনেক তদবির আসলেও আমরা সেগুলো আমলে নিইনি।’
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট কোচ জুলফিকার মাহমুদ মিন্টু অ-১৫ লিগে উপদেষ্টা হিসেবে রয়েছেন। তিনি এই প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘একযোগে সব ভেন্যুতে খেলা হবে না। বেশ সময় নিয়েই এই প্রতিযোগিতা চলবে। ফলে প্রতি ভেন্যুতে বাফুফের কোচরা থাকবেন ও খেলোয়াড় বাছাই করবেন। আমরা প্রাথমিকভাবে ‘‘টিপস’’-এর ভিত্তিতে খেলোয়াড় বাছাই করতে পারি। টেকনিক্যাল বিভাগকে নিয়ে আরও বিস্তারিত জানাবেন টেকনিক্যাল ডিরেক্টর। ’
অ-১৫ লিগে টাইটেল স্পন্সর ইউসিবি ব্যাংক। বসুন্ধরা গ্রুপ থাকবে পাওয়ার্ড বাই হিসেবে। ১৯ জানুয়ারি রোববার বাফুফে ভবন প্রাঙ্গণে লিগটির লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। বাফুফের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমন্ত্রণ জানিয়েছে। আজ লিগ উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন হয়েছে বাফুফে ভবনে।