ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

অস্কারের ইস্ট বেঙ্গলের কাছে হেরে কিংসের বিদায়


নিউজ ডেস্ক
১৭:১৬ - মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪
অস্কারের ইস্ট বেঙ্গলের কাছে হেরে কিংসের বিদায়

‘চীনের দুঃখ হোয়াংহো নদী’, বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দুঃখ ‌এএফসির টুর্নামেন্ট। নানা প্রস্তুতি-পরিকল্পনা এবং বিনিয়োগ সত্ত্বেও তারা এএফসি টুর্নামেন্টের প্রথম পর্ব পার হতে পারছে না। আজ (মঙ্গলবার) ভুটানের থিম্পুতে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস। 

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে লেবাননের ক্লাব নেজমাহ স্বাগতিক পারোকে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট আদায় করে নিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে অপর ম্যাচে বসুন্ধরা কিংসকে জিততেই হতো ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে। উল্টো কিংস নাস্তানাবুদ হয়েছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলবে। টানা দুই হারে কিংস ও এক পয়েন্ট পাওয়া পারো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নেজমাহ ও ইস্ট বেঙ্গল ম্যাচের পর এই গ্রুপের সেরা নির্ধারণ হবে। ফলে কিংস ও পারোর ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

বসুন্ধরা কিংস এএফসির টুর্নামেন্টে পরের ধাপে খেলার জন্য এবার রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতাকে এনেছে। মাস খানেক তার অধীনে কিংসের ফুটবলাররা অনুশীলন করেছে। ভুটানের টার্ফে কিংসের ফুটবলাররা যেন খাবি খাচ্ছেন। যুদ্ধ বিধ্বস্ত লেবাননের ক্লাব নেজমাহ’র বিপক্ষে মোটামুটি লড়ে আত্নঘাতী গোলে হেরেছে। আজ ইস্ট বেঙ্গলের বিপক্ষে লড়তেই পারেনি। খেলার প্রথমার্ধেই চার গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে গেছে।

বসুন্ধরা কিংসের ছয় বছর কোচ ছিলেন স্প্যানিশ অস্কার ব্রুজন। এএফসি টুর্নামেন্টে একই গ্রুপে পড়ায় ইস্ট বেঙ্গল অস্কারকে কোচ হিসেবে দলে নেয়। তাই কিংস আজ শুধু ইস্ট বেঙ্গলের কাছেই হারেনি, হেরেছে অস্কারের বিপক্ষেও। মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় সম্মান হারাল কিংস।

জাতীয় দলের একাধিক তারকা খেলোয়াড় রয়েছেন কিংসে। সেই ফুটবলাররা যেন রক্ষণই জানেন না। ইস্ট বেঙ্গলের ফুটবলাররা তেড়েফুড়ে কিংসের রক্ষণ ভেঙে চুরমার করেছেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রায় সময় ছিলেন অসহায়। বক্সের ভেতর ও বাইরে দুই জায়গা থেকেই ইস্ট বেঙ্গলের ফরোয়ার্ডরা শট করে গোল করেছেন। অন্যদিকে কিংসের ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি।