ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ


নিউজ ডেস্ক
১৭:১৮ - মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
কলকাতা থেকে উদ্ধার সাড়ে ৬ কোটি রুপি সমমূল্যের ভেজাল ওষুধ

খাস কলকাতা থেকে উদ্ধার হল ক্যানসারসহ বিভিন্ন রোগের ভেজাল ওষুধ। সম্প্রতি কলকাতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের (সিডিএসসিও) পূর্বাঞ্চলীয় শাখা এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট; দুই সংস্থার যৌথ তল্লাশিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি রুপি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওষুধগুলি সাধারণত ক্যানসার, ডায়াবেটিসের মতো রোগ নিরাময়ে ব্যবহৃত হত। বিভিন্ন ওষুধের প্যাকিং বাক্সে লেখা তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা এবং বাংলাদেশে তৈরি হয়েছে সেগুলো।

কিন্তু এই দাবির সপক্ষে ওষুধ সরবরাহকারী সংস্থাটি কোনও নথি দেখাতে পারেনি বলে অভিযোগ। তা ছাড়া ভেজাল ওষুধ উদ্ধার করতে গিয়ে বেশ কয়েকটি ফাঁকা ওষুধের প্যাকেটও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।

তল্লাশির পর ভেজাল ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়। কিছু ওষুধ পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ঘটনায় ওই সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করার পর বিচারক তাকে ১৪ দিনের জন্য কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র : আনন্দবাজার