ঢাকা বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

শিশুদের আনন্দের আহার


নিউজ ডেস্ক
১৩:২৮ - শনিবার, নভেম্বর ৯, ২০২৪
শিশুদের আনন্দের আহার

অনেক শিশুরই ভালো রেস্টুরেন্টে বসে সুস্বাদু খাবার খাওয়ার ইচ্ছে থাকে, যা অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হয় না, বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের ক্ষেত্রে। মেহেরপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেহেরপুর ভাবনা’ সম্প্রতি সেই অধরা স্বপ্ন পূরণে আয়োজন করেছে “আনন্দের আহার” নামক এক বিশেষ উদ্যোগ। প্রতিপাদ্য ছিল, "মুখরোচক খাবার খাই, আনন্দে মন ভরাই"।

মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে দরিদ্র ও বঞ্চিত শিশুরা এতে অংশ নেয়। শিশুদের মধ্যে কারও বাবা নেই, আবার অনেকের পরিবার দিনমজুরি বা রিকশা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এসব শিশুদের ভালো রেস্টুরেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। এ আনন্দঘন আয়োজনে সেভেন সেন্স রেস্টুরেন্টে পরিবেশিত মুখরোচক খাবার শিশুদের মুখে এনে দেয় এক বিশেষ হাসি।

মেহেরপুর ভাবনার সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মানসিক বিকাশে সহায়ক হতে পারে। 

আয়োজনে সংগঠনের তামান্না, আনিকা, বাছেরা, অ্যানি, সাদিয়া, পায়েল আদিবা, রাসেল, উদয়, সামি, রাহাত সাহান, আরিফুল, তানভীর, সিয়াম, শাওন, জিমি, রাফিদ, নাজমুলসহ আরও অনেকে সহযোগিতা করেন। এ ধরনের এক উদ্যোগে অংশ নিয়ে তারা তৃপ্তি প্রকাশ করেন এবং আশা করেন, সমাজের বিত্তবানরা এমন কাজে আরও এগিয়ে আসবেন।

এভাবেই, মেহেরপুর ভাবনা দরিদ্র শিশুদের মুখে এক অন্যরকম আনন্দ এনে দিয়ে এক বিরল নজির স্থাপন করল, যা ভবিষ্যতেও দরিদ্র শিশুদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে।