ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি


নিউজ ডেস্ক
৯:১৮ - বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সাত কলেজ অধিভুক্তি মুক্ত করে বিশ্ববিদ্যালয় রুপান্তরের দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা৷ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় রাজধানীর মহাখালী আমতলী সড়ক ও তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা৷ 

এসময় শিক্ষার্থীরা অধিভুক্তি না মুক্তি, ডিমান্ড ফর নর্থ সিট, তিতুমীর ইউনিভার্সিটি ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলে মহাখালী এলাকা৷

এসময় বক্তারা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তর করার যৌক্তিকতা তুলে ধরেন৷ তারা জানান, সক্ষমতা থাকার পরও দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোন পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ৷ তারা জানান দীর্ঘসময় ধরে তিতুমীর কলেজকে নিয়ে বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে সরকার৷ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে কলেজের স্বকীয়তা নষ্ট করার চেষ্টা হয়েছে,এবং শিক্ষাখাতে এক বৈষম্যের সৃষ্টি করা হয়েছে৷ 

এরপর শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করে সড়ক ছাড়েন৷ দাবিগুলো হলো: ১. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সাত কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে একটি কমিশন গঠন করতে হবে। ৩. তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রুপরেখা প্রণয়ন করতে হবে।