ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

শেরপুরে বন্যাদুর্গতদের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


নিউজ ডেস্ক
১১:৩৯ - বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
শেরপুরে বন্যাদুর্গতদের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

শেরপুর জেলায় বন্যা কবলিত বিভিন্ন জায়গায় উপহার বিতরণ করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা৷

বুধবার ( ৯ অক্টোবর) শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন এবং ঝিনাইগাতী উপজেলায় এই ত্রাণ বিতরণ করেন তারা৷ 

তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই উপহারসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, জরুরি পণ্যের মাঝে মোমবাতি, লাইটার, স্যালাইন, ঔষধ এবং শিশুখাদ্য৷ ১৫০ পরিবারের মাঝে এই উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়৷ 

শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ ও উপহারসামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রোকশানা পারভীন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর সানি, গণিত বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান মাসুদ, দর্শন বিভাগের শিক্ষার্থী জালাল, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান সুজন প্রমুখ ৷ 

এসময় শেরপুর জেলার শিক্ষার্থীদের পক্ষ থেকে শেরপুর জেলায় ত্রাণ বিতরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুস্তাইন বিল্লাহ ত্বহা৷