ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

পাট কেনার সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, মিতা বাগচী কারাগারে


নিউজ ডেস্ক
১৭:৪৩ - সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪
পাট কেনার সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, মিতা বাগচী কারাগারে

খুলনায় সোনালী ব্যাংক করপোরেট শাখা থেকে পাট ক্রয়ের নামে ঋণের ৪ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় মেসার্স সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মিতা ভট্টাচার্য লক্ষণ জুট মিলের মালিক লক্ষণ ভট্টাচার্যের স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১০-১১ পাট মৌসুমে সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে এই টাকা ঋণ নিয়ে আত্মাসৎ করেন মিতা ভট্টাচার্য। এ ঘটনায় ২০২১ সালে দুদক খুলনার উপপরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তিনি আদালতে মিতা ভট্টাচার্য, ব্যাংকের প্রাক্তন ম্যানেজার সুজিত কুমার মন্ডল ও সহকারী অফিসার নুরুল আমিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।