ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

পদোন্নতি পেলেন তিতুমীর কলেজের ১৯ শিক্ষক


নিউজ ডেস্ক
৩:২৪ - মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪
পদোন্নতি পেলেন তিতুমীর কলেজের ১৯ শিক্ষক

তিতুমীর কলেজ প্রতিনিধি:: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে সরকারি তিতুমীর কলেজের ১৯ জন শিক্ষককে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদন্নোতি দেওয়া হয়েছে। সোমবার (২৩সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন এবং তাঁরা সেখান থেকেই বেতন-ভাতা গ্রহণ করবেন। আর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষা ছুটি বা লিয়েনে থাকলে তাঁরা ছুটি শেষে যোগদান শেষে পদোন্নতির আদেশ জারি করা হবে।


সরকারি তিতুমীর কলেজের পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন - রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এস, এম কামাল হায়দার, নাসির উদ্দীন, ফাতেমা বেগম, দর্শন বিভাগের মাহফুজা বেগম, ফরিদা ইয়াসমিন, লায়লা ইয়াসমিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রোজিনা ইয়াসমিন, মো: ছালেহ উদ্দিন শেখ 


অন্যরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ফাতেমা ইয়াসমিন, বাংলা বিভাগের সুলতানা নাসরিন সেলি, রসায়ন বিভাগের দিলসাদ জেসমীন, মনোবিজ্ঞান বিভাগের সাজিয়া আফরিন খান, ভূগোল বিভাগের নাহিদ সুলতানা, সমাজকল্যাণ বিভাগের মোসা: মুর্শিদা জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের মো: ছালাহ্ উদ্দিন, এম, এম আতিকুজ্জামান। এছাড়াও পদোন্নতির তালিকায় আরো তিনজন রয়েছেন।