ঢাকা শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজে ফিরল ছাত্রদল


নিউজ ডেস্ক
১৫:৩০ - সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪
তিতুমীর কলেজে ফিরল ছাত্রদল

তিতুমীর কলেজ প্রতিনিধি:: সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর অবশেষে ক্যাম্পাসে প্রবেশ করল ছাত্রদল। শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন এবং অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসে আসেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রদল সভাপতি এমদাদ বলেন, তিতুমীর কলেজ আমাদের প্রাণের স্থান। গত কয়েক বছরে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি সম্পর্কে ভীতি সৃষ্টি করেছে। আমরা চাই, শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলুক। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলে ভবিষ্যতে দেশ একটি নেতৃত্বহীন সংকটে পড়বে, যা একটি আমলাতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, আমাদের লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া ও অধিকারকে প্রতিফলিত করা। তিতুমীর কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সহাবস্থান নিশ্চিত করা উচিত। আমরা কোনো ধরনের স্বৈরাচারী চিন্তার পৃষ্ঠপোষকতা করতে দেব না। আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারে।

তিনি আরো বলেন, এই ক্যাম্পাসে আমরা সবাই একে অপরের ভাই-বোনের মতো। তাই এখানে ভয়ের কোনো স্থান নেই। আমরা বিশ্বাস করি, মুক্ত চিন্তা এবং গঠনমূলক ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।