ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মনে রাখবে এই দেশ


নিউজ ডেস্ক
১৭:৩৯ - শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪
আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মনে রাখবে এই দেশ

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শহীদ দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি পরিদর্শনে যান তিনি।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে।

পরে নেতাকর্মীদের নিয়ে শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে নিহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, তৌফিক হাবিব, এ কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার সমন্বকদের মধ্যে ফাহাদ, মিনহাজ, সৈকতসহ অনেকে উপস্থিত ছিলেন।