ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি


নিউজ ডেস্ক
১৮:২৭ - সোমবার, জুলাই ২৯, ২০২৪
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। 

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমসাময়িক রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সূত্র জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে থেকে ডাকা জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য দেওয়া হতে পারে। 

বিএনপির এক নেতা বলেন, সংবাদ সম্মেলন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ডাকা হয়নি। এখানে জাতীয় ঐক্যের ডাক, কোটা আন্দোলন, জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি আবার সামনে নিয়ে আসা যে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ, এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। 

এই নেতা আরও বলেন, দলের পক্ষে থেকে গ্রেপ্তার নেতাদের রিমান্ডে নিয়ে যে নির্যাতন করা হচ্ছে সে বিষয়টিও তুলে ধরা হবে।