ঢাকা শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ


নিউজ ডেস্ক
১৫:৩৭ - সোমবার, জুলাই ১৫, ২০২৪
কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ রাহাদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় আরো ৩ পর্যটককে উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাহাদ ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

তিনি জানান, সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। সেখান থেকে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

বিচকর্মী মাহাবুব বলেন, ৪ জন সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যায়। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাহাদ নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন। সাগরের বিভিন্ন পয়েন্টে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।