ঢাকা শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

পিরোজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


নিউজ ডেস্ক
১৯:৩৪ - রবিবার, জুন ৯, ২০২৪
পিরোজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের নেছারাবাদে শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নেছারাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. পনির খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. শহর আলী বলেন, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। যাত্রীবাহী বাসটি এমন গতিতে আসছিল মনে হয়েছে পেছন থেকে কেউ ধাওয়া দিয়েছে। বাসের বেপরোয়া গতির কারণেই মোটরসাইকেল আরোহী দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশের এসআই মো. পনির খান জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।