ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই ব্যক্তির মৃত্যু


নিউজ ডেস্ক
৬:০৫ - বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১, ২০২৪
আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরে শীত থেকে বাঁচতে গ্যাসের চুলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে জসিম উদ্দিন নামে (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বোন রোমানা আক্তার রুমি। 

নিহত জসিম লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পূর্বে আনসার সদস্য ছিলেন। আনসার বাহিনীতি তিনি চুক্তিভিত্তিক কাজ করতেন। জসিম এক কন্যা সন্তানের জনক। 

নিহতের বোন রোমানা আক্তার রুমি জানান, জসিম কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। বুধবার (৩১ জানুয়ারি) সকালে তিনি বাড়ির গ্যাসের চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিল। এসময় চুলা থেকে তার পরিহিত চাদরে আগুন লেগে যায়। মুহূর্তেই শরীরের বিভিন্নস্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে রক্ষা পেতে তিনি বাড়ির পাশের পুকুরে ঝাপ দেয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।