ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

রুক্মিণীর হাঁটুতে অস্ত্রোপচার


নিউজ ডেস্ক
১৫:৫৬ - মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২
রুক্মিণীর হাঁটুতে অস্ত্রোপচার

সম্প্রতি হাঁটুতে আঘাত পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হাঁটুর অবস্থা গুরুতর হলে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তার।

সে কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছিলন রুক্মণী। হুইল চেয়ারে বসে ছবি দিয়ে কিছু মজা করে লিখেছিলেন, ‘রুক্মিণী হাঁটুতে আঘাত পেয়েছে। আপাতত ও ওটিতে যাচ্ছে।’

অস্ত্রোপচারের পর কেমন আছেন- জানতে চাইলে রুক্মিণী গণমাধ্যমেকে বলেন, ‘এখন ভালো আছি। তবে আপাতত বেডরেস্টে থাকতে হবে।’ অর্থাৎ ব্যস্ত রুটিন থেকে দিন কয়েকের ছুটি অভিনেত্রীর।

বর্তমানে ‘ডান্স জুনিয়র ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন রুক্মিণী। পাশাপাশি তার হাতে রয়েছে সিনেমার কাজও। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’-তে নাম ভূমিকায় তাকে দেখা যাবে।

রুক্মিণী সবশেষ অভিনয় করেছিলেন ‘কিসমিস’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন দেব। বক্স অফিসেও সিনেমাটি ভালো ব্যবসা করেছিল।