ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

স্বল্পসুদে এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে চুক্তি সাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক


নিউজ ডেস্ক
১০:৪৬ - সোমবার, আগস্ট ১, ২০২২
স্বল্পসুদে এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে চুক্তি সাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ সম্প্রতি এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ) এর সাথে বিশেষ ঋণ কর্মসূচীর আওতায় স্বল্পসুদে এসএমই উদ্যোক্তাদের মেয়াদী ঋণ প্রদান বিষয়ক চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এতে সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি এবং ড. মোঃ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমইএফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেখ মোহাম্মাদ সলিম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, চেয়ারম্যান, এসএমইএফ, জনাব মোঃ শাহ আলম ভুঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, জনাব মোঃ মহসিনুর রহমান, এসভিপি ও এসএমই প্রধান, ইউসিবি এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।