ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নোবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


super admin
০:৫১ - বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২
নোবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) “গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএসের পরিচালক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মিম্মা তাবাসসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারী পরিসংখ্যান দিবস ঘোষণা করেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর করোনা মহামারীর কারণে আমরা দিবসটি উদযাপন করতে পারিনি। আশা করি সামনের বছরগুলোতে আমরা আরো বড় পরিসরে আয়োজন করতে পারব।