ঢাকা শনিবার, জুন ১০, ২০২৩

Popular bangla online news portal

ব‌শেমুর‌বিপ্রবি-‌তে মানববন্ধন


super admin
০:৫০ - বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২
ব‌শেমুর‌বিপ্রবি-‌তে মানববন্ধন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী "দলবদ্ধ ধর্ষনের" প্রতিবা‌দে ও ধর্ষক‌দের সর্ব‌চ্চো শা‌স্তি মৃত্যুদন্ডের দাবী‌তে মানববন্ধন ক‌রে‌ছে ব‌শেমুর‌বিপ্রবি‌-র গোপালগ‌ঞ্জের শিক্ষার্থী, শিক্ষক. কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার বেলা সা‌ড়ে ১১ টায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের মেইন গে‌টের সাম‌নে গোপালগঞ্জ-টু‌ঙ্গিপাড়া সড়‌কে দা‌ড়ি‌য়ে ঘন্টাব্যাপী মানববন্ধ‌নে অংশ নেন। মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, ধর্ষক কা‌রো আপন হ‌তে পারনা। তাদের এক‌টি মাত্র প‌রিচয় সে ধর্ষক। যারা ধর্ষ‌নের ম‌তো ঘটনার সা‌থে জ‌ড়িত র‌য়ে‌ছে তা‌দের মৃত্যুদন্ডের দাবী জানান তারা। মানববন্ধন চলাকা‌লে বিশ্ব‌দ্যিাল‌য়ের শিক্ষক ফা‌য়েকুজ্জামান, তাপস বালা, কর্মকর্তা সাইফুল্লাহ রাজু, ত‌রিকুল ইসলাম এবং শিক্ষার্থী কা‌রিমুল হক ও শেখ তা‌রেক বক্তব্য রাখেন।