ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বাংলা প্রেসক্লাব ভেনিসের অগ্রযাত্রায় যুক্ত হলেন দুই জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব


নিউজ ডেস্ক
১৬:১৪ - বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
বাংলা প্রেসক্লাব ভেনিসের অগ্রযাত্রায় যুক্ত হলেন দুই জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব

ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলা প্রেসক্লাব ভেনিস’-এর পথচলা আরও বেগবান করতে যুক্ত হয়েছেন দেশটির জনপ্রিয় দুই সংবাদকর্মী। তারা হলেন— জনপ্রিয় নিউজ পোর্টাল ও সংবাদপত্র ‘বাংলার প্রভাত’-এর সম্পাদক এবং ione tv-এর প্রতিনিধি ও বেগমগঞ্জ থিয়েটার এর নাট‍্য নির্দেশক এবং লাশকাটি ঘর স্ক্রিপ্টের রচয়িতা সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব লেখক সাইফুদ্দিন খালেদ এবং ইতালীয় সংবাদকে প্রবাসীদের কাছে সহজবোধ্য করার কারিগর ‘হ্যালো ইতালি’-র সম্পাদক মেজবাহুল হক।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের দুজনকে ক্লাবে স্বাগত জানান "বাংলা প্রেসক্লাব ভেনিস"-এর বর্তমান সভাপতি মাকসুদ রহমান। তিনি জানান, ভেনিসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে এই ক্লাবটি কাজ করে যাচ্ছে। সাইফুদ্দিন খালেদ ও মেজবাহুল হকের মতো অভিজ্ঞ সংবাদকর্মীদের অন্তর্ভুক্তি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সভাপতি মাকসুদ রহমান তার বার্তায় বলেন, “সাইফুদ্দিন খালেদ এবং মেজবাহুল হক ইতালির প্রবাসী কমিউনিটিতে অত্যন্ত পরিচিত এবং কাজের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। তাদের আগমন আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় বাংলা প্রেসক্লাব ভেনিস অনেক দূর এগিয়ে যাবে।”