ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কলাপাড়ায় বিজয় দিবসে শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ঘিরে বিতর্ক


নিউজ ডেস্ক
৩:৫১ - বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
কলাপাড়ায় বিজয় দিবসে শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার ঘিরে বিতর্ক

সংসদীয় আসন পটুয়াখালী -৪ এর কলাপাড়া উপজেলার ফেরিঘাট চৌমাথায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি যুক্ত একটি ব্যানারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, ব্যানারে কলাপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ, সাবেক যুবলীগ ও বর্তমানে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিমু মিরার নাম ও ছবিও দেখা গেছে। একই ব্যানারে স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ রাসেলের নাম ও ছবি থাকায় কলাপাড়ার রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ ব্যানারটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।


ব্যানারটি কার উদ্যোগে টানানো হয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়। মশিউর রহমান শিমু বা তোফায়েল আহম্মেদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।