ঢাকা শনিবার, নভেম্বর ১, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

‘আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ স্পষ্ট হয়েছিল’


নিউজ ডেস্ক
১৭:৫১ - মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
‘আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ স্পষ্ট হয়েছিল’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম বলেছেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে ক্যাম্পাস নির্যাতনের দীর্ঘদিনের চিত্র ফুটে উঠেছিল। তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশে কতটা শিকড় গেড়েছিল তা স্পষ্ট হয়েছিল। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুলের অডিটরিয়ামে কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও সিরাতপাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

  

মু. জাহিদুল ইসলাম আরও বলেন, আবরার ফাহাদের এই শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটা প্রজম্ম জেগে উঠেছিল। শুধুমাত্র বুয়েট নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সকল শ্রেণিপেশার মানুষ এবং দেশের বাইরে অনেক মানবাধিকার সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। আবরার ফাহাদ আমাদের মাঝ থেকে হারিয়ে যায়নি তার জীবনের যে সেক্রিফাইস এটার মধ্যে দিয়ে আমাদের প্রজম্মের চোখ খুলে দিয়েছেন। সে চেতনাবোধকে ভবিষ্যত প্রজম্ম ধারণ করবে। অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে এবং কোথাও কোনো ধরনের নিপীড়ন, আধিপত্যবাদ বিরাজ করা কোনোভাবেই সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি।


যারা জুলাইযোদ্ধা, আহত ও শহীদ পরিবার রয়েছেন আমরা এ বিষয়ে সচেতন আছি। পাশপাশি সরকারের প্রতি আমরা অনুরোধ করব, তারা তাদের আইনশৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা নজরদারী আরও বেশি সচেতন ও তৎপর থাকবে যেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আশা করি এ বিষয়গুলো নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।


শিবির সভাপতি আরও বলেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের বিচার প্রক্রিয়া আরও তড়িৎগতিতে হওয়া দরকার ছিল। এখন পর্যন্ত যে গতিতে অগ্রসর হচ্ছে সেটা খুব একটা দৃশ্যমান হয়নি, খুবই ধীরগতিতে হচ্ছে। আমরা প্রত্যাশা করব, দ্রুত গতিতে বিচার কার্যক্রম শেষ হবে। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের তিনটি মৌলিক চাহিদার মধ্যে একটি ছিল যে তারা তাদের সময়ের মধ্যেই এই গণহত্যার বিচার কাজ শেষ করবে। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।