ঢাকা মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

রাতে ঢাকায় হালকা বৃষ্টির আভাস


নিউজ ডেস্ক
১৪:০৬ - রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
রাতে ঢাকায় হালকা বৃষ্টির আভাস

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময়ে হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৭৩ শতাংশ।


এছাড়া আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।