বিএনপি নেতা ইশরাক হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে।
তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে, একটি পার্টির লোকজন ভবিষ্যতে সেখানে কর্তৃত্ব করতে পারে আর আমরা বসে বসে দেখব, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা কোনোভাবেই এটা হতে দেব না, এটা আমাদের স্পষ্ট বার্তা।’
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইশরাক হোসেন।
বিএনপির এ নেতা বলেন, ‘এখানে কোনো রাজনৈতিক দলাদলি হোক, সেটা আমরা চাই না। যারা খ্যাতনামা স্পোর্টস অর্গানাইজার আছেন, তাদেরকেই কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক। অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে এমন নিয়মের কথা কোথাও লেখা নেই। এসব নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ডিসির ওপর চাপ প্রয়োগ করে কাউন্সিলর পরিবর্তন করার প্রয়াস তারা নিয়েছে। সেটি যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরাও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। কেন আপনারা বিসিবিতে রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছেন? বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে, এসব হস্তক্ষেপ করা আপনারা বন্ধ করুন।’