ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

হাতিয়ায় ৬ কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি, ৬ মাঝিমাল্লা উদ্ধার


নিউজ ডেস্ক
১৬:১৯ - সোমবার, জুন ১৬, ২০২৫
হাতিয়ায় ৬ কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি, ৬ মাঝিমাল্লা উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে বাতাস ও ঢেউয়ের তোড়ে রড-সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কারো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, প্রায় ৬ কোটি টাকার টিন, রড-সিমেন্টসহ বিভিন্ন পণ্য নিয়ে হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দ্যেশ্যে রওনা দেয় এমভি শরিফ-১ নামের একটি ট্রলার। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই ট্রলারটি চালিয়ে আসছিলেন। সোমবার (১৬ জুন) বিকেলে সন্ধীপ ও ভাসানচরের মাঝামাঝি স্থানে ট্রলারটির তলা ফেটে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬ জন মাঝিমাল্লা পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিলেও ট্রলারটির আর খোঁজ মিলেনি। 


ট্রলারের মালিক আমির হোসেন মাঝি ঢাকা পোস্টকে বলেন, সোমবার সকালে ট্রলারটি নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে হাতিয়ার উদ্দেশে যাত্রা করি। সেটি হাতিয়ার কাছাকাছি ভাসানচর পাশে বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে। একপর্যায়ে ঢেউটিন, রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। 


হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি শুনেছি। আসলে আজকে আবহাওয়া ভালো ছিল না। নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল। আমি জানতে পেরেছি কেউ হতাহত হয়নি।