ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, বৃষ্টির মতো ঝড়ছে শিশির


নিউজ ডেস্ক
৫:৩৫ - শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, বৃষ্টির মতো ঝড়ছে শিশির

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির। দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনাজপুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। দুপুরের পরে সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই সূর্য হারিয়ে যায়। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।