ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড"-এ ভূষিত হলো টানা ৫ম বারের মতো বসুন্ধরা এলপি গ্যাস


নিউজ ডেস্ক
৮:০৪ - শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড"-এ ভূষিত হলো টানা ৫ম বারের মতো বসুন্ধরা এলপি গ্যাস

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস টানা ৫ম বারের মতো ভরসা ও শ্রেষ্ঠত্বের শিখরে বাংলাদেশের এলপিজি ক্যাটাগরিতে "বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড"-এর গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৬তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বসুন্ধরা এল.পি.গ্যাস লিমিটেডের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন মো: রেদোয়ানুর রহমান (হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার), মোঃ আতাউর রহমান (এজিএম সেলস), অসিত সূত্রধর ( ম্যানেজার , ক্রিয়েটিভ ), মাইনুল হাসান (ডেপুটি ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ) এবং মাসুম বিল্লাহ (ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার) ।

এই অর্জনের জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান ব্র্যান্ডটির অগণিত গ্রাহক, পরিবেশক, রিটেইলার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পরপর তিনবার অর্জন করেছিল বসুন্ধরা এলপি গ্যাস।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বিগত ১৬ বছর ধরে "বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড"-এর মাধ্যমে দেশের সর্বাধিক প্রিয় ও সফল ব্র্যান্ডগুলোকে সম্মানিত করে আসছে। কঠোর পরিশ্রম এবং মানসম্মত সেবার মাধ্যমে অর্জিত এই সাফল্য প্রদর্শন ও উদযাপনই এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।

তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মো: রেদোয়ানুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, বলেন, "বসুন্ধরা এলপি গ্যাস গ্রাহকদের ভরসার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। সেরা ব্র্যান্ডের স্বীকৃতি আমাদের পণ্য ও সেবার মান আরও উন্নত করতে উদ্দীপ্ত করবে।"

এই অর্জনের জন্য বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত গ্রাহক, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।