ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে রনি- তাসনুভা


নিউজ ডেস্ক
১২:৫৯ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে রনি- তাসনুভা

খন্দকার মাহফুজুল ইসলাম:: সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের ২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে৷ বুধবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের মডারেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম, সাবেক সভাপতি মাহবুবুল হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা রাকিব, সদ্য সাবেক সভাপতি কানিজ ফাতেমা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান এই কমিটি অনুমোদন করেন৷ 

নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ১৯-২০ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া তাসনুভা৷ 

নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ রনি বলেন, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব তিতুমীর কলেজের সহ-শিক্ষামূলক সংগঠনগুলোর মধ্য সবচেয়ে ঐতিহ্যবাহী একটি সংগঠন। বিতর্ক ক্লাব "তিতুমীরের বাতাসে ছড়িয়ে পরুক বিতর্কের শুদ্ধতা" এই স্লোগানকে ধারণ করে বরাবরই যুক্তিনির্ভর, বুদ্ধিভিত্তিক সমাজ বিনির্মানে ভুমিকা রেখে চলেছে । আমি এমন একটি সংগঠনের দায়িত্বে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনেমকরছি। আমি আমার নতুন কমিটির নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে ক্লাবের সাফল্যের ধারা অব্যাহত রেখে ক্লাবের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করব। আশা করছি, সবার সহযোগিতায় বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর জ্ঞানচর্চার ক্ষমতাকে আরও শাণিত করতে পারব।

সাধারণ সম্পাদক সাদিয়া তাসনুভা বলেন, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের সুনাম ধরে রাখার পাশাপাশি, নতুনদের এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য আমরা কাজ করব। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের গভীরতা বৃদ্ধি এবং নিজেদের মতামত স্পষ্টভাবে উপস্থাপন করার ক্ষমতা বিকাশে আমরা কাজ করতে চাই।

এছাড়াও ২৮ সদস্যের এই কমিটির বাকিরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি তাসনুম খানম রাইসা, সহ-সভাপতি পদে ফৌজিয়া ইফফাত তন্বি, মশিউর রহমান, সোমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাকিন, উম্মে হাবিবা,নিশাত ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক পদে এহতেশামুল ইসলাম নোমান, বিতর্ক সম্পাদক নীলময় হৃদয়, দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, পাঠচক্র, কুইজ ও আন্তর্জাতিক সম্পাদক নুরুন আফরিন জিতু, ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক সাইফুজ্জামান সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ আরিফ মিয়া এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ, মহসিন সাগর, আব্দুল কুদ্দুস গালিব, মহসিন আহমেদ, আমিনুল ইসলাম, অর্পিতা রায় লুসি, সারজিস হোসেন, সুমাইয়া আক্তার শোভা, সোলায়মান নাগিন, সেলিনা আক্তার৷ 

কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য সাবেক সভাপতি কানিজ ফাতেমা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান৷ 

উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব৷ প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে মেধার স্বাক্ষর রেখেছে এই সংগঠন৷