ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীরে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন পরিচ্ছন্নতায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব


নিউজ ডেস্ক
৩:৩৫ - সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪
তিতুমীরে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন পরিচ্ছন্নতায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব

তিতুমীর কলেজের সম্মান ভবনের পাশে অবস্থিত 'ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন' পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেয় তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এছাড়া, পানি অপচয় রোধে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন তারা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া মোয়াজ জানান, ক্যাম্পাসের ড্রিঙ্কিং ওয়াটার স্টেশনটি দীর্ঘদিন পরিষ্কার না থাকায় নোংরা হয়ে গিয়েছিল। বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেও রং ছিটে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন দৃষ্টিকটু দেখাচ্ছিল। এজন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সদস্যরা উদ্দ্যেগ নিয়েছে, ক্যাম্পাস পরিষ্কার রাখা তাদের নিজস্ব দায়িত্ব হওয়া উচিত। কলেজ প্রশাসনের অপেক্ষায় না থেকে, শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগে কাজ করতে হবে। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব।