ঢাকা বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


নিউজ ডেস্ক
১৮:২৬ - শনিবার, জুলাই ১৩, ২০২৪
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া রহমতপুর মোড়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মো. আশরাফুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টায় মৃত ঘোষণা করেন।

আশরাফুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোত্তাকিন বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। এজন্য ক্রেন দিয়ে ঢালাইয়ের মাল ওঠানোর আগে ক্রেনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয়তলা থেকে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান আশরাফুল আর বেঁচে নেই।


আশরাফুলের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ধনিয়া ঘর গ্রামের। সে ওই এলাকার দুলাল মিয়ার ছেলে ছিল।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।