ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের উদ্যোগে ডেটা অ্যানালাইসিস কর্মশালা


নিউজ ডেস্ক
৯:১৩ - রবিবার, জুন ১, ২০২৫
তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের উদ্যোগে ডেটা অ্যানালাইসিস কর্মশালা

তিতুমীর কলেজ প্রতিনিধি: গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের ডেটা বিশ্লেষণের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ‘ফাউন্ডেশন অব ডেটা অ্যানালাইসিস ইউজিং এসপিএসএস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি আয়োজন করে তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব।


২০ মে থেকে ২৭ মে পর্যন্ত মোট চার দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় তিতুমীর কলেজের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে।


এই কোর্সে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন পরিসংখ্যান বিভাগের সরকারি অধ্যাপক ও রিসার্চ ক্লাবের মডারেটর মো. গালিব হোসেন। অ্যাসোসিয়েট ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. ইফতেখান মাহমুদ আশিক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. রাকিব আকন।


২৭ মে সমাপনী দিনে সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান এবং রিসার্চ ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. নিলুফার ইয়াসমিন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা, আয়োজিত কর্মশালার সাফল্য কামনা করেন ও ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করেন।


তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান বলেন, রিসার্চ ক্লাবের আয়োজিত কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীরা এসপিএসএস সফটওয়্যারের ব্যবহার, ডেটা বিশ্লেষণের মৌলিক দিক এবং গবেষণায় এর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শিখেছেন। আমি আশা করি, এই কোর্সের মাধ্যমে আমাদের ক্লাবের গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।


কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের কর্মশালাটি আমাদের গবেষণায় অনুভূতির নবোদয়ের একটি বড় সুযোগ এনে দিয়েছে। প্রশিক্ষকরা জটিল বিষয়গুলো অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন, ফলে ক্লাসগুলো ছিল সত্যিই বোধগম্য এবং আনন্দদায়ক। আমরা রিসার্চ ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।