ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

টিকটক বানাতে গিয়ে তিস্তায় ডুবে প্রাণ গেল কিশোরের


নিউজ ডেস্ক
৫:০২ - রবিবার, এপ্রিল ১৪, ২০২৪
টিকটক বানাতে গিয়ে তিস্তায় ডুবে প্রাণ গেল কিশোরের

টিকটক ভিডিও বানাতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে ডুবে সোহাগ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। এ সময় সঙ্গে আরও দুই বন্ধু ছিল। টিকটকের জন্য ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করছিল। গোসলের একপর্যায়ে অন্যরা নিজেদের মতো তীরে চলে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীর পাড়ে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা পর তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদী থেকে সোহাগ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।