ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কর্পোরেট জগতে শাকিব খান!


নিউজ ডেস্ক
৬:২৯ - শনিবার, জানুয়ারী ২০, ২০২৪
কর্পোরেট জগতে শাকিব খান!

যুক্তরাষ্ট্রভিত্তিক কর্পোরেট জগতে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে শাকিব নিজেই এ ঘোষণাটা দেবেন বলে নিশ্চিত করেছেন।


জানা যায়, বিউটি, হেলথ ও হাইজিন সম্পর্কিত একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন তিনি।


বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না শাকিব। শনিবার বেশ সাড়ম্বরে এ বিষয়ে ঘোষণা দিতে চান তিনি। জানা যায়, ইউএসএভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম রিমার্ক।


শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগগিরই ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে।


এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।