ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

চ্যাম্পিয়নদের বিদায় করার পুরস্কার 'ডিম'


super admin
২১:৫১ - বুধবার, মার্চ ২৩, ২০২২
চ্যাম্পিয়নদের বিদায় করার পুরস্কার 'ডিম'

গতকালকের ঘটনা এটি। কোরীয় দল ইনচনের বিমানবন্দরে নামার পর কিছু সমর্থক তাদের দিকে ডিম ছুড়ে মারে। বিমানবন্দরে শ পাঁচেক সমর্থক জড়ো হয়েছিল। তারা অবশ্য এসেছিল দলকে সংবর্ধনা জানাতেই। এর মধ্যেই গুটিকয়েক উচ্ছৃঙ্খল দর্শকের কাছ থেকে ডিম-সন্ত্রাসের শিকার হয় কোরিয়া দল।

গতকালকের ঘটনা এটি। কোরীয় দল ইনচনের বিমানবন্দরে নামার পর কিছু সমর্থক তাদের দিকে ডিম ছুড়ে মারে। বিমানবন্দরে শ পাঁচেক সমর্থক জড়ো হয়েছিল। তারা অবশ্য এসেছিল দলকে সংবর্ধনা জানাতেই। এর মধ্যেই গুটিকয়েক উচ্ছৃঙ্খল দর্শকের কাছ থেকে ডিম-সন্ত্রাসের শিকার হয় কোরিয়া দল।