এইডস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১ ডিসেম্বর (শুক্রবার) পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস-২০২৩। দিবসের এবারের প্রতিপাদ্য-লেটস কমিউনিটিস লিড অর্থাৎ কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ।
দিবসটি উপলক্ষ্যে আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেনসহ বেসরকারি সংস্থাগুলো সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এছাড়া ১০ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদোগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভায় স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের এইডস পরিস্থিতি তুলে ধরবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২০২২ সালের তথ্য মতে, দেশে অনুমিত এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজার ৫১৩ জন। এর মধ্যে ৩৩ শতাংশ এখনো শনাক্তের বাইরে। যারা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৭৭ শতাংশ চিকিৎসার আওতায় আছে।
দেশে বর্তমানে অনুমিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬০০। তবে ১৯৮৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এইডস শনাক্ত হওয়া চিহ্নিত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এ সময়ে মারা গেছেন ১ হাজার ৮২০ জন। বর্তমানে রোগটি প্রাদুর্ভাবের হার শূন্য দশমিক শূন্য এক শতাংশের কম।