ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

এই তফসিলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না : পীর চরমোনাই


নিউজ ডেস্ক
৪:১১ - বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩
এই তফসিলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, এই নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটার যে ঘোষণা দিয়েছে, তা জনগণ সফল হতে দেবে না। 

বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জনআকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা জনগণের সঙ্গে তামাশার শামিল।

তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। 

পীর সাহেব চরমোনাই প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।