তিতুমীর কলেজ প্রতিনিধি:;
চলমান রাজনৈতিক অস্থিরতা ও আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতালের মাঝেও সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা বললেন সাত কলেজ সমন্বয় অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস বিষয়টা দেখবেন। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো:বাহালুল স্যার বিস্তারিত বলতে পারবেন।
ফারহানা পদ্ম (মাস্টার্স ২১-২২) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থী ওদের জীবনের মূল্য আছে আমাদের কি নেই?
দুই দলের হরতাল ডাকা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়া দুষ্কর।যেমন সাভারের শেষ প্রান্ত ডেমরা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও। আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে ?যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা স্থগিত। বাস্তবতা কি এটা সবাই জানে আমাদের জীবনের মূল্য কি এতটাই কম।
উল্লেখ্য, এর আগেও বিগত বছরে নানা জটিলতায় পিছিয়েছে সাত কলেজের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সময়সূচি। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় রবিবারে তাদের সকল পরীক্ষা স্থগিত করেছে।