ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

শিক্ষণ ইডেন কলেজ শাখার আয়োজনে স্বাস্থ্য পরিচর্যা ও শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
১৪:৫৪ - শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
শিক্ষণ ইডেন কলেজ শাখার আয়োজনে স্বাস্থ্য পরিচর্যা ও  শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

'শিক্ষণ' ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে সলিমুল্লাহ মুসলিম ইয়াতিমখানা ক্যাম্পাসে  শিশু ও কিশোরীদের মধ্যে স্বাস্থ্য পরিচর্যা, সচেতনতা, নৈতিকতা ও শিক্ষামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এই ক্যাম্পেইনে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা, লেখা ও বক্তৃতায় ইয়াতীম শিশু-কিশোরীদের অনুভূতি প্রকাশ, কবিতা ও ইসলামী সঙ্গীত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সহ নানান ইভেন্টের মাধ্যমে সাজানো হয়েছিলো আয়োজনটি। 

সলিমুল্লাহ মুসলিম ইয়াতিমখানার কিশোরী শাখার প্রায় ৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সবচেয়ে আকর্ষণীয় ছিলো তাদের অনুভূতি প্রকাশের ইভেন্টটি। শিক্ষণ টিমের সবাই এই মুহূর্তে এসে সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়ে। তাদের অনুভূতিগুলো হৃদয় ছুঁয়ে গেছে উপস্থিত সবার। 

শিক্ষণের কেন্দ্রীয় সভানেত্রী সাদিয়া কারিমুন ও সেক্রেটারি জেনারেল সানজিদা আক্তার নির্দেশনায় এবং কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুনিয়া আক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিলা আক্তার সুইটি, ফেরদৌস আরা তিশা, হাবীবা মেহজাবিন জ্যোতি, হাবীবা আক্তার লিয়া, আয়েশা সিদ্দিকা এবং তামান্না জান্নাত সহ ইডেন ও ঢাবি ফোরামের সদস্যবৃন্দ।  তারা চান প্রতিজন শিশু-কিশোরী  সুষ্ঠু স্বাভাবিক ভাবে বেড়ে উঠুক,দেশের সম্পদে পরিণত হোক।