ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

‘চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে’


নিউজ ডেস্ক
৬:০৮ - শনিবার, এপ্রিল ১৫, ২০২৩
‘চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে’

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুন বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মার্কেটটির দ্বিতীয় তলায় ৩২৫ নম্বর দোকান ঝাক্কাস ফ্যাশন বন্ধ ছিল। এটি মূলত পাঞ্জাবির দোকান। দোকানটির মালিক মঈনুল ইসলাম আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন। দূরে দাঁড়িয়ে বিলাপ করে কাঁদছেন আর বলছেন, নিজের চোখে চেয়ে চেয়ে দেখছি, আমার দোকান পুড়ছে। কিন্তু ভেতরেও ঢুকতে পারছি না। কোনো মালামাল বের করতে পারিনি। এ আগুনে শুধু আমার দোকান নয়, পুড়ছে আমার ঈদে জমে ওঠা কেনাকাটা, আর আমার স্বপ্ন। 

তিনি বলেন, প্রায় ২০ লাখ টাকার মালামাল আমার দোকানে। আগুনের শুরুতে কিছু মালামাল বের করতে পেরেছিলাম। এরপরে আর ঢুকতে পারিনি। দ্বিতীয় তলায় এসি বিস্ফোরণ হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, যে কারণে ফায়ার সার্ভিসের ভেতরে ঢুকতে দিচ্ছে না।

আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।