ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

সোহরাব হাসান আকাশের 'বাংলার মুজিব'


নিউজ ডেস্ক
১৬:৩৫ - শনিবার, আগস্ট ২০, ২০২২
সোহরাব হাসান আকাশের 'বাংলার মুজিব'

বাংলার মুজিব        

সোহরাব হাসান আকাশ


১৯২০ এর টুঙ্গিপাড়া পাড়া

বাংলার আকাশে জ্বলেছিল তারা

ঘাতকের বুলেট কি পারে নেভাতে!

মুজিব যখন ঠাঁই পেয়েছে

আপামর বাঙালির প্রাণেতে।

 লুৎফর রহমানের পুত্র তুমি

মাতা সায়েরা

ভালোবেসে তোমায় ধারণ করেছে

বাংলা মা ও মায়েরা।

অনাহারীকে দিয়েছো আহার

বস্ত্রহীনে বস্ত্র

ন্যায়ের পক্ষে সদা সশস্ত্র।

তুমি ছিলে অত্যাচারিতের বন্ধু

তুমি বাংলার বন্ধু

শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু।

তুমি শেখ মুজিবুর রহমান

বাংলার বুকে চির বহমান

ফজলুল হক দেখেছে নাতি

তুমি বাঙালি জাতিসত্ত্বার বাতি।

তুমি পেশ করেছ ছয় দফা

তাতেই ছিল মুক্তির বারতা।

যখন হানা দিল পাক

তুমি দিয়েছো স্বাধীনতার ডাক

বাঙালি হয়েছে ক্ষুব্ধ

শুরু হয়েছে মুক্তিযুদ্ধ।

যুদ্ধের যখন হয়েছে ছুটি

সবার জন্য এনেছো গম-রুটি

এনেছো কম্বল

সাড়ে সাত কোটি বাঙালির সম্বল।

বেকার হোস্টেলের ২৪ নম্বর ঘর

এখন হয়েছে স্মৃতি কক্ষ

চশমা,মুজিব কোট

সাদা পাথরের মূর্ত-মূর্তি