ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

বাংলালিংকের সঙ্গে চুক্তি করল জায়ন্যাক্স হেলথ


নিউজ ডেস্ক
১৫:৫৩ - বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২
বাংলালিংকের সঙ্গে চুক্তি করল জায়ন্যাক্স হেলথ

সম্প্রতি দেশের মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জায়ন্যাক্স হেলথ। এর মাধ্যমে জায়ন্যাক্স হেলথের সব প্যাকেজ আকর্ষণীয় অফারে বাংলালিংক হেলথ হাবে পাওয়া যাবে। 

জায়ন্যাক্স হেলথের প্যাকেজ সুবিধাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা আনলিমিটেড চিকিৎসকের সঙ্গে অডিও-ভিডিও কল, হাসপাতালে ক্যাশব্যাক সুবিধা, পার্টনার আউটলেটগুলোতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) ক্যাশব্যাক এবং আইসোলেশন কাভারেজসহ অন্যান্য সুবিধা।

জায়ন্যাক্স হেলথের মূল লক্ষ্যই হচ্ছে, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’। তাই জায়ন্যাক্স হেলথ সবসময় কাজ করে যাচ্ছে সব স্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে দেওয়ার জন্য। সেই লক্ষ্যেই জায়ন্যাক্স হেলথ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে সব স্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে তুলছে।