ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ছুটি শেষে বৃহস্পতিবার খুলে‌ছে ব্যাংক


নিউজ ডেস্ক
৪:৫৫ - বৃহস্পতিবার, মে ৫, ২০২২
ছুটি শেষে বৃহস্পতিবার খুলে‌ছে ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে‌ছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আজ থে‌কে পূর্ণ‌দিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাক‌বে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সবসময় রমজান মাসে রোজা রাখার সু‌বিধা‌র্থে ব্যাং‌ক লেন‌দেন ও খোলা রাখার সময়সূ‌চি প‌রিবর্তন করা হয়। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাং‌কের লেন‌দেন ও অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে যা‌য়। রমজান মাসে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজা‌রে লেনদেন হ‌য়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এ‌দি‌কে গত মঙ্গলবার দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হয়। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা-কর্মচা‌রীরা। ত‌বে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর ম‌ধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্প‌তিবা‌র) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাদের আবার শুক্র ও শ‌নিবার সপ্তা‌হিক ছু‌টি। ফলে ব্যাং‌কিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রোববার (৮ মে) লেগে যাবে।