ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

রাকিব হোসাইনের কবিতা 'মুসলমান'


নিউজ ডেস্ক
১৩:৩৮ - বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
রাকিব হোসাইনের কবিতা 'মুসলমান'

নামে তোরা মুসলমান কাজে করিস ভণ্ডামি,

নামাজ রোজার দোহাই দিয়ে করিস তোরা শয়তানি।

তোরাই জপিস আল্লা আল্লা, আবার তোরাই মাপিস ক্ষমতার পাল্লা,

তোরাই বেনামি কাঠমোল্লা, বেচে খাস আল্লা আল্লা।


তোরাও পড়িস কোরান কেতাব,শেষ পৃষ্ঠা রাখিস বাকি

হারাম বস্তু হালাল করিস,সুবিধাবাদী ফতোয়া ঝাড়িস।

টাকার কাছে ঈমান বেচিস,তোদের আবার কিসের দ্বীন?

লম্বা জোব্বা দাঁড়ি পাগড়ির ছলে ঢাকা তোদের শয়তানি।


একই আল্লা একই কোরআন সরল সোজা রাস্তা,

তবে কেন খন্ড খন্ড লন্ড ভন্ড উম্মতিরা?

তোরাই ভন্ড তোরাই জালিম করেছিস ধর্মে শত ভেদ।

দলে দলে ভাগ করেছিস একই দলের হাজার পথ।


শিয়া,সুন্নি,ওয়াহাবি,লা-মাজহাবী আছে যত মত

সব মতেরই একই চাওয়া আল্লা এবং রাসূল পাওয়া।

সবাই মোরা মুসলমান একই আল্লার গোলাম,

খুঁজে দেখ পাক-কোরান আছে কী কোন ব্যবধান? 


পথে পথে কঠিন বাঁধা আপন হাতে যত্নে গড়া  

সোজা পথে আপন ফাঁদে আপনি-ই পরি ধরা।

ক্ষমা কর পাক-পরোয়ার কাছে লও সব ভুলে আমায়

তোমার কাছে করি মিনতি,পাই যদি তোমার মার্জনা।


তুমি ডাক তব এই বান্দারে,শত ভুল ক্ষমা করে-


ওরে অধম নাফরমান করলি পাপ জীবনভর  

খুলে দেখ পাক কোরআন তিনি পরম দয়াবান। 

এখনো সময় ফিরে দাঁড়া মসল্লাতে সেজদা লোটা 

আমার দোয়ার আজও খোলা, এখনো সময় নিজেকে বাঁচা।