ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

দুই আসনে গামছার হাল ধরলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস


নিউজ ডেস্ক
১৪:১১ - বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
দুই আসনে গামছার হাল ধরলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। 

তার সহকারী মৃণাল কান্তি বিশ্বাস ঢাকা পোস্টকে দুইটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার রিটানিং কর্মকর্তার কাছে ফরম জমা দেন মাদারীপুর-৩ আসনে নির্বাচন করার লক্ষ্যে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও মাদারীপুরের একাংশ) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবং ২৯ নভেম্বর তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তার দলীয় প্রতীক গামছা।

নকুল কুমার বিশ্বাস জানান, স্থানীয় দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে জানান, তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের একটি বাড়ি আছে বলেও জানিয়েছেন তিনি। হরনাথ বাইন সংসদ সদস্য হওয়ার আগ থেকেই সাধারণ মানুষের পাশে ছিলেন। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন তিনি। ঘুরে ঘুরে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সমাধান করার চেষ্টা করতেন। তিনি সাধারণ মানুষের আপদে-বিপদে সবসময় তিনি পাশে ছিলেন। কাছ থেকেই আমার আজকে রাজনীতিতে উজ্জীবিত হওয়া। 

জানা গেছে, নকুল কুমার বিশ্বাস ১৯৬৫ সালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি পঞ্চম। তার বাবার নাম সুরেন্দ্র নাথ বিশ্বাস এবং মা মঙ্গলী দেবী। মাত্র ৮ বছর বয়সে যাত্রা দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। সেই থেকে যাত্রাসহ গ্রাম ও শহরাঞ্চলে বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। গানের পাশাপাশি তিনি সেতার, তবলা, বাঁশি, সরোদ, সন্তুর, দোতারা, ও ম্যান্ডালিনসহ আরও নানারকম বাদ্যযন্ত্রে পারদর্শী। বিশেষ করে হারমোনিয়াম বাজানোতে রয়েছে তার বিশেষ দক্ষতা। বাংলাদেশ বেতারে যন্ত্র ও সঙ্গীতশিল্পী হিসেবে চাকরি করেছেন অনেকদিন। তবে ক্যারিয়ারে তার সবসেরা সুযোগটি আসে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে অংশগ্রহণের মাধ্যমে। ‘ইত্যাদি’ তে গান পরিবেশনের সুবাদেই  শ্রোতা-দর্শকদের কাছে তার সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।