ঢাকা শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

৩৩তম জাতীয় হ্যান্ডবল শুরু


নিউজ ডেস্ক
১১:৫৩ - সোমবার, নভেম্বর ১৩, ২০২৩
৩৩তম জাতীয় হ্যান্ডবল শুরু


 এক্সিম ব্যাংক ৩৩ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। 

প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লি: এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চেটার্জী।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল, সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন ও সহকারী সম্পাদক মো: সেলিম মিয়া বাবু।

উদ্বোধনী দিনে জয়লাভ করেছে ঢাকা, চট্টগ্রাম, লালমনিরহাট, নড়াইল, জামালপুর ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

দিনের প্রথম ম্যাচে ঢাকা ৩৭-০০ গোলে হবিগঞ্জ , দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ২৭-০৮ গোলে খুলনা, তৃতীয় ম্যাচে লালমনিরহাট ১৫-০৯ গোলে পটুয়াখালী, চতুর্থ ম্যাচে নড়াইল ৩৭-২০ গোলে জয়পুরহাট , পঞ্চম ম্যাচে জামালপুর ৩২-২৭ গোলে কুমিল্লা  এবং ষষ্ঠ  ম্যাচে কুষ্টিয়া ৩৮-১৮ গোলে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।