ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

গুলশানে পিজ্জাবার্গের নতুন আউটলেট উদ্বোধন


নিউজ ডেস্ক
১৮:৪৬ - সোমবার, মে ৮, ২০২৩
গুলশানে পিজ্জাবার্গের নতুন আউটলেট উদ্বোধন

বর্তমান সময়ের জনপ্রিয় রেস্টুরেন্ট পিজ্জাবার্গের নতুন আউটলেট ৫মে থেকে রাজধানীর গুলশান ১ এ যাত্রা শুরু করলো । 

বিভিন্নরকমের পিজ্জা, বার্গার ও অন্যান্য আইটেম নিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছে পিজ্জাবার্গ। রাজধানীতে খিলগাঁও, ধানমন্ডি, ওয়ারী, মীরপুর, উত্তরাতে ভোজনরসিকদের চাহিদা মিটিয়ে সময়ের দাবীতে এবার গুলশানে নতুন শাখা খুলল রেস্টুরেন্টটি। গত শুক্রবার বেলা ১১টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্র‍্যান্ড ওপেনিং হয় গুলশান আউটলেটের। 

পিজ্জাবার্গের ব্যবস্থাপনা পরিচালক মীর মেহেদী তার ব্র‍্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। পিজ্জাবার্গ ফ্যামিলি মূলত একঝাঁক তরুণদের নিয়ে আর যুগের ট্রেন্ড এবং ফুড লাভারদের চাহিদা দুটোকে মাথায় রেখেই এগিয়ে যাচ্ছে পিজ্জাবার্গ। 

গুলশান ১ এর ২১ নং রোডের ৯নং প্লটের ভবনটির ২য় তলায় বেশ মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এরই মধ্যে প্রশংসিত হচ্ছে পিজ্জাবার্গ। সোশ্যাল মিডিয়ায় ফুডলাভারদের  বিভিন্ন গ্রুপে বর্তমানে সবথেকে ট্রেন্ডিং রেস্টুরেন্ট পিজ্জাবার্গ গুলশানে কতটা সাড়া ফেলতে পারে তা সময়ই বলে দিবে।