ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

পাঁচপীর-চিলমারী তিস্তা ব্রীজে অজ্ঞাত লাশ উদ্ধার


নিউজ ডেস্ক
১১:০৩ - মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২
পাঁচপীর-চিলমারী তিস্তা ব্রীজে অজ্ঞাত লাশ উদ্ধার

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পাঁচপীর-চিলমারী তিস্তা ব্রীজের পিলারে আটকা পরে এক লাশ। স্থানীয় লোকজন লাশ দেখতে পেলে থানায় ফোন দেয়। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ এসে অজ্ঞাত এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সকালে তিস্তা নদীতে নির্মাণাধীন ব্রিজ্রের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেরাজুল হক বলেন, ‍‍‘খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৫৫ বছর। এখনও পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।‍‍’

লাশটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। লাশটি কিভাবে মারা গেছেন, কতক্ষন আগে মারা গিয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানা ওসি।