বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন সম্বলিত ফোন রিয়েলমি ৯ ফোরজি বাংলাদেশের বাজারে উন্মোচন করবে ২২ মে । রিয়েলমি’র হিরো প্রোডাক্ট লাইনের নম্বর সিরিজের এ ডিভাইসটির অসাধারণ ক্যামেরা পারফরমেন্স ও ডিজাইন বিশ্বব্যাপী তরুণ গ্রাহকদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। বিভিন্ন ট্রেন্ডি ডিজাইন ইনোভেশনের মাধ্যমে নাম্বার সিরিজের ফোনগুলোতে বেশ পরিবর্তন এসেছে; রিয়েলমি ৮ প্রো’র ফ্লোরেসেন্ট ডিজাইন থেকে ৯ ফোরজি এর রিপল হলোগ্রাফিক ডিজাইনের পরিবর্তনই এর প্রকৃষ্ট উদাহরণ। রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসে বিশ্বের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন সল্যুশন নিয়ে আসা হয়েছে; এটি ডিজাইন টেকনোলজিতে নতুন মাত্রা যোগ করেছে। রিয়েলমি ৯ ডিভাইসে ব্যবহৃত “গ্রেডিয়েন্ট + স্টারলাইট” ডিজাইন ধারণাটি অনেক নামী ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ব্যবহৃত কৌশলগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়া কোকাকোলা স্টারলাইট, লুইস ভ্যুইটন এর স্টারলাইট অ্যাকসেসরিজ কালেকশন ও মেইসন মারজিয়েলা এবং স্টোন আইল্যান্ড এর ডিজাইনে একই রকম টুইঙ্কলিং স্টার ইফেক্ট ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি ৯ এর টেক্সচার মরুভূমির বালির পরিবর্তনের টেক্সচার দ্বারা অনুপ্রাণিত। এই ডায়নামিক ডেজার্ট রিপল ইফেক্ট তৈরির জন্য রিয়েলমি স্বাধীনভাবে ইন্ডাস্ট্রির প্রথম “রিপল হলোগ্রাফিক গ্রেডিয়েন্ট কোটিং প্রসেস” তৈরি করেছে এবং উদ্ভাবনী উপায়ে ‘সুপার কোটিং প্রসেস’ প্রয়োগ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেক্সচারযুক্ত পণ্য তৈরি করার সময় স্যাচুরেটেড ও প্রাণবন্ত রঙ ফুটিয়ে তোলা সম্ভব। এ ইফেক্ট অর্জনের জন্য রিয়েলমি অনেক কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ফোনটির বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুত্ব আছে, সবচেয়ে পুরু এলাকাটি ৪২০ ন্যানোমিটার - সাধারণ কালো আবরণের ১০ গুণ পুরুত্বে পৌঁছেছে। ফিল্মটি যত পুরু হবে ততো বেশি বাস্তবসম্মত হবে এবং এর ফলাফলও ততো স্বাভাবিক হবে এবং সবশেষ যে পণ্যটি তৈরি হবে তা হবে আরো টেক্সচারযুক্ত। কিন্তু, এ পুরুত্বের বিষয়টি অর্জন করা বেশ কঠিন; কারণ, ক্লাস-১০ ডাস্ট ফ্রি ভ্যাকুয়াম পরিবেশে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। লং কোটিং টাইম ও কোটিং মেশিনের উচ্চ চাহিদার কারণে, রঙের অভিন্নতা নিশ্চিত করতে রিয়েলমি আরো উন্নত সরঞ্জাম ও প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। পুরো প্রোডাকশন প্রক্রিয়া শেষে, ফিল্মটি একটি মোল্ডেড কোরোগেটেড ইউভি লেয়ারের ওপর ইউভি স্থানান্তর প্রযুক্তি দ্বারা একটি কোরোগেটেড গ্রেডিয়েন্ট ইফেক্ট অর্জনের জন্য প্রতিস্থাপন করা হয়। বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড ট্রেন্ডসেটিং ডিজাইনের হাই-পারফরমেন্স পণ্য নিয়ে আসতে পেরে অত্যন্ত গর্বিত। এই ব্র্যান্ডটি রিয়েলমি ৯ ডিভাইসের বাইরের অংশের ডিজাইনে স্বকীয়তা নিয়ে এসেছে; একইসঙ্গে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন নিয়ে এসেছে।